দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড রাসেলের

দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন রাসেল। – ছবি : সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল।

গতরাতে সেন্ট কিটসের মাঠে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন জ্যামাইকা তালাওয়াশের রাসেল। সিপিএলে এটিই সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড।

রাসেলের আগে সিপিএলে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনির। ২০১৯ সালের আসরে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ১৫ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ডুমিনি।

রাসেলের রেকর্ডের ম্যাচে তালাওয়াশ ১২০ রানের ব্যবধানে হারায় কিংসকে। সিপিএলের ইতিহাসে এটি বড় ব্যবধানে জয়।
রাসেলের ১৪ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অপরাজিত ৫০ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান করে তালাওয়াশ। সিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। জবাবে ব্যাট হাতে ১৩৫ রানে গুটিয়ে ম্যাচ হারে কিংস।

তালাওয়াশের ইনিংসের শেষ দুই ওভারে ৪৯ রান নেন রাসেল। এতে পাকিস্তানের উমর আকমলের রেকর্ড স্পর্শ করেন তিনি।
২০১৬ সালে ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে রাওয়ালপিন্ডির বিপক্ষে শেষ দুই ওভারে ৪৯ রান নিয়েছিলেন লাহোর হোয়াইটসের হয়ে খেলতে নামা আকমল। ওই ম্যাচে ৪৮ বলে অপরাজিত ১১৫ রান করেন আকমল।