somoynews.tv
বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত হ্যাকিং ঘটনা হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাওয়া। ২০১৬ সালে ভয়ংকর সাইবার অ্যাটাকের শিকার হয়ে মুহূর্তেই খালি হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের ৮০ মিলিয়ন বা ৮ কোটি ডলারেরও বেশি অর্থ। সাইবার অপরাধের এ ঘটনাকে কেন্দ্র করে এবার নির্মিত সিনেমা ‘বিলিয়ন ডলার হেইস্ট’-এর এবার রিভিউ দিল ‘দ্য গার্ডিয়ান’।
বিনোদন প্রতিবেদক
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সিনেমাটি। হলিউডের নির্মাতা ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান এবং ব্রায়ান ইভানসের যৌথ পরিচালনায় নির্মিত এ সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দেশ-বিদেশের দর্শকদের।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ পরিচালক সৃজিত মুখার্জি
সিনেমাটিতে তুলে ধরা হয়েছে তথ্যপ্রযুক্তির উন্নয়নের এ যুগে বিশ্বের ব্যাংকিং ব্যবস্থার অনিরাপত্তার বিষয়টি। হ্যাকিংয়ের কারণে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই হয়ে পড়েছে প্রশ্নবিদ্ধ। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা গ্লেনি, মিকো হিপ্পোনেন, কৃষ্ণা দাস, রাকেশ আস্তানা ও রাফাল রহোজিনস্কিসহ অনেকে।
ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই সিনেমাটি দেশ-বিদেশে আলোচনায় আসে। এবার ওটিটি প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তির পর নড়েচড়ে বসেছেন নেটিজেনরা। এরই মধ্যে আইএমডিবি বা ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজে ৭ দশমিক ৭ রেটিং অর্জনে সক্ষম হয়েছে সিনেমাটি। এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক রিভিউতে পাঁচ তারকার মধ্যে তিন পেয়েছে ‘বিলিয়ন ডলার হেইস্ট’।
কীভাবে ফিশিং ই-মেইলের মাধ্যমে হ্যাকাররা কোনো প্রতিষ্ঠানের কর্মচারীর সোশ্যাল মিডিয়া হ্যাক করে ব্যাংকের কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে পড়ে সেটি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। হ্যাকাররা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ৮০ মিলিয়ন বা ৮ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয়। এরপর কীভাবে আরও ২ কোটি ডলার হাতিয়ে নেয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক সেটিও সিনেমাটিতে দেখানো হয়েছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে এমন ঘটনা ঘটার পর সারা বিশ্বে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কীভাবে নড়েচড়ে বসেন, কোন সিদ্ধান্ত নেন, কী কী সতর্কাবস্থা মেনে চলেন তারও বিস্তারিত বর্ণনা আছে সিনেমায়।
আরও পড়ুন: বৌ আগে, সন্তান পরে: শরীফুল রাজ
হলিউডের ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট নির্মিত এ সিনেমাটি আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি প্লাসসহ বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে দেখার সুযোগ পাচ্ছে বিশ্বের দর্শকরা।