চলতি সপ্তাহে পণ্য রপ্তানিতে সুখবর মিলেছে। সংকটের মধ্যেও রপ্তানি বেড়েছে। চলতি বছর এখন পর্যন্ত পণ্য রপ্তানিতে সাড়ে ৯ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। তবে বৈদেশিক মুদ্রা আয়ের আরেক বড় উৎস প্রবাসী আয় কমে যাওয়ার খবরও মিলেছে। যদিও নিত্যপণ্যের বাজারে স্বস্তি আসেনি। গম আমদানি নিয়েও নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কমবেশি সব দেশই জ্বালানি তেল আমদানি নিয়ে সংকটে আছে। এদিকে ভারত বেশ সুবিধাজনক অবস্থায়ই আছে। রাশিয়া থেকে প্রতি মাসেই তেল কেনা বাড়াচ্ছে ভারত। তারপরও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ভারতকে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চলতি সপ্তাহে। এদিকে করোনার ঝড় শেষে ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে চীনের অর্থনীতি। দেশটির এক সূচকে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে দেশটির কারখানা পর্যায়ে উৎপাদন কার্যক্রম গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে।
চলতি সপ্তাহে (গত শনিবার থেকে আজ শুক্রবার) দেশে-বিদেশে অর্থনীতির এমন অনেক ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে আলোচিত ১০টি খবর নিয়েই থাকছে এই আয়োজন। কয়েক মিনিটের মধ্যেই চোখ বুলিয়ে নিতে পারেন—