- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না।
সোমবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী ও সেখানকার সশস্ত্র বাহিনী আরাকান আর্মির মধ্যে বিরোধ চলছে। এর জেরে তারা একে অপরকে গুলি ছুড়ছে বলে আমরা শুনেছি। সেসব গুলির দু-একটা আমাদের দেশে এসে পড়ছে। এতে আমাদের একজন মারা গেছে ও কয়েকজন আহত হয়েছে। এ জন্য আমরা মিয়ানমারকে তীব্র প্রতিবাদ জানিয়েছি। ঘটনার পর আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বিষয়টি নিয়ে কথা বলেছে বিজিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবাদ জানানো হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। কাজ না হলে বিষয়টি নিয়ে জাতিসঙ্ঘে যাব।’