দেশের লুটের টাকা ভোটচোরদের পকেটে যাচ্ছে: আমির

logo

স্টাফ রিপোর্টার

(১৮ ঘন্টা আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ৩:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

mzamin
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতা সর্বনিম্নে নেমে এসেছে। আজকে সাধারণ মানুষের কাছ থেকে উচ্চ ট্যাক্স, উচ্চ বিলের মাধ্যমে টাকা লুট করা হচ্ছে। আর এ টাকা ভোটচোরদের কাছে যাচ্ছে। তারা ১০ হাজার কোটি টাকার কাজ ৩০ হাজার কোটি টাকা করে লুট করে নিয়ে যাচ্ছে।

আজ সোমবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ১০ দফাসহ বিদ্যুৎ-এর মূল্য কমানোর দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বিদেশ গমন, বিভিন্ন প্রকল্পের নামে জনগণের টাকা চুরি হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই লুটপাট আগামীতে আর করতে দেয়া হবে না। এখন দুবাই, কানাডা, লন্ডনে তাদের সম্পত্তি প্রকাশ পাচ্ছে। সব কিছুর বিচার হবে।

তিনি বলেন, নেতাদের গ্রেফতার করে, অত্যাচার করে আন্দোলন দমানোর সুযেগ নেই। আজকে আন্দোলন বাংলাদেশের জনগণের হাতে চলে গেছে। আগামী যে আন্দোলনের কর্মসূচি আসবে তাতে এ সরকার বিদায় নিতে বাধ্য হবে।