- ২৪ ডেস্ক
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিসহ মোট ১ হাজার ৬৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৫৭০ জনকে আইনের আওতায় আনা হয়।
প্রতীকী ছবি
শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এই অভিযান পরিচালনার সময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে আগ্নেয়াস্ত্র যেমন – একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান এবং এগুলোর সঙ্গে সম্পর্কিত একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজ।
এছাড়াও ধারালো অস্ত্রের মধ্যে পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু ও একটি কাঁচি জব্দ করা হয়েছে। অন্যান্য সরঞ্জামের মধ্যে একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা (মাছ ধরার অস্ত্র) ও একটি সুলফি (গাঁজা সেবনের সরঞ্জাম) পাওয়া গেছে।
পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা আরও জানিয়েছেন যে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করার লক্ষ্যে দেশব্যাপী পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।