- ২৪ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সাল থেকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে প্রচারিত খবরকে ‘সঠিক নয়’ বলে জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে দূতাবাস জানায়, একটি ‘ভুয়া’ ওয়েবসাইটের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত এই খবরের কোনো ভিত্তি নেই। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ‘সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে’—এমন শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে তথ্যের উৎস হিসেবে ‘uaevisaonline.com’ নামের একটি ওয়েবসাইটের কথা উল্লেখ করা হয়।
দূতাবাস সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে যে, এ ধরনের কোনো ঘোষণা তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
দূতাবাস ওই ওয়েবসাইটটি পর্যালোচনা করে দেখেছে, সেটির নিবন্ধনকারীর যোগাযোগের ঠিকানা যুক্তরাজ্যে এবং কারিগরি যোগাযোগের ঠিকানা যুক্তরাষ্ট্রে অবস্থিত। ওয়েবসাইটে দেওয়া কোম্পানির যোগাযোগের নম্বরটি ভারতের এবং এর প্রধান কার্যালয়ের ঠিকানা দুবাইতে উল্লেখ থাকলেও সেই ঠিকানার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওই ওয়েবসাইটের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ গ্রাহকই তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ করেছেন।
সবশেষে, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের এ ধরনের ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। একইসঙ্গে সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে সংবাদ প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।