দুষ্কৃতিকারী রোধে এলাকায় এলাকায় শান্তি ব্রিগ্রেড তৈরি করুন: মির্জা ফখরুল

দুষ্কৃতিকারী রোধে এলাকায় এলাকায় শান্তি ব্রিগ্রেড তৈরি করুন: মির্জা ফখরুল 

সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুষ্কৃতিকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রত্যক এলাকায় শান্তি বিগ্রেড তৈরি করতে হবে। মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দিবেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুব শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আল্লাহ যদি রহম করেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের (খালেদা জিয়া) জন্য সবাই দোয়া করবেন।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী নন। নারীদের মধ্যে বিশ্বে গণতন্ত্রের জন্য এত লড়াই-সংগ্রাম আর কেউ করেনি। আমাদের নেত্রী রাজনীতিতে এত সহনশীলতার পরিচয় দিয়েছেন, যা অন্য কেউ করেনি।

বিএনপির যে ভাবমূর্তি আছে, তা অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান করেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। যে কোনো মুহুর্তে ভারত সুযোগ নিতে পারে, সে চক্রান্ত আমাদের প্রতিহত করতে হবে।

samakal