২০২৩ সেপ্টেম্বর ২৪
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটনের কারখানাটি সম্পূর্ণ বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। যে কারণে কারখানায় প্রবেশ করতে পারেনি ডিএসইর পরিদর্শক দল।
আজ রোববার (ডিএসই) বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে ডিএসই।
এর আগে নর্দার্ন জুটের কারখানাও বন্ধ থাকার কারণে ডিএসইর একটি পরিদর্শক দল ওই কারখানায় প্রবেশ করতে পারেনি। গত ০৫ সেপ্টেম্বর ডিএসই ওই তথ্য জানিয়েছে।
ডিএসই জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর একটি পরিদর্শক দল দুলামিয়া কটনের বর্তমান কার্যক্রম দেখার জন্য কোম্পানির কারখানা পরিদর্শনে যায়। কিন্তু কোম্পানিটির কারখানাটি সম্পূর্ণ বন্ধ এবং সিল করা অবস্থায় থাকায় কারখানার ভিতরে প্রবেশ করতে পারেনি পরিদর্শক দলটি।
শেয়ারবাজারের বেঁধে দেওয়া নিয়ম প্রতিপালন, কারসাজি, উৎপাদনসহ বিভিন্ন কার্যক্রম খতিয়ে দেখতে তালিকাভুক্ত ১৪ কোম্পানি পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ডিএসই। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর এই সিদ্ধান্তে অনুমোদন দেয়।
শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩