দারুণ উত্তেজনা ছড়াচ্ছে অ্যাশেজের তৃতীয় টেস্ট

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০৮ জুলাই ২০২৩, ০৬:১৯
দারুণ উত্তেজনা ছড়াচ্ছে অ্যাশেজের তৃতীয় টেস্ট – ছবি : সংগৃহীত

জমে উঠেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট। হেডিংলের ২২ গজে ব্যাট-বলের লড়াই উপভোগ করছেন ক্রিকেটপ্রেমীরা। অস্ট্রেলিয়ার ২৬৩ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করল ২৩৭ রান। ২৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করলেও তেমন একটা সুবিধা করতে পারল না সফরকারীরা। শুক্রবার খেলার শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ১১৬। ইংল্যান্ডের থেকে ১৪২ রানে এগিয়ে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্স বল হাতে একাই তুলে নেন ইংল্যান্ডের ৬ উইকেট। খরচ করলেন ৯১ রান। তবু প্রথম ইনিংসের শেষে ইংরেজরা লড়াই করার মতো জায়গায় থাকল বেন স্টোকসের জন্য। তার ৮০ রানের ইনিংস পরিস্থিতির নিরিখে শতরানের সমান গুরুত্বপূর্ণ। প্রথমে কিছু ধরে খেললেও উইকেটে অন্য প্রান্তে ধারাবাহিকভাবে উইকেট পড়তে শুরু করায় শেষ দিকে আগ্রাসী মেজাজে ব্যাটিং করলেন। লিডসের ২২ গজে ইংরেজদের ইনিংসে বাজবল ক্রিকেট (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ডাকনাম বাজ। তার সময়ে ইংল্যান্ড যে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছে সেটার এই নাম দেয়া হয়েছে।) দেখা গেল ওই একবারই। ১০৮ বলে ৮০ রানের অধিনায়কোচিত ইনিংসটি তিনি সাজালেন ৬টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে। আউটও হলেন টড মার্ফিকে ছয় মারতে গিয়ে।

শুক্রবার ৬৮ রানে ৩ উইকেট নিয়ে খেলা শুরু করেছিলেন স্টোকসেরা। দিনের শুরুতেই আউট হয়ে যান জো রুট। কামিন্সের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগের দিনের ১৯ রানেই। প্রথম দিনের অপর অপরাজিত ব্যাটার জনি বেয়ারস্টোকে (১২) আউট করলেন মিচেল স্টার্ক। শুরুতেই আগের দিনের দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। স্টোকস উইকেটের এক দিক আগলে রাখলেও অন্য প্রান্তে কেউই তাকে তেমন ভরসা দিতে পারলেন না। মইন আলি (২১), ক্রিস ওকসেরা (১০) রান পেলেন না। মার্ক উডের ব্যাট থেকে এল ৮ বলে ২৪ রানের ঝোড়ো ইনিংস। ১টি চার এবং ৩টি ছক্কা মারলেন তিনি। স্টুয়ার্ট ব্রড করলেন ৭ রান। শেষ পর্ষন্ত ৫ রানে অপরাজিত থাকেন অলি রবিনসন। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৭ রানে। অর্থাৎ অস্ট্রেলিয়ার থেকে ২৬ রান কমে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। শুরুতেই ওয়ার্নারকে (১) আউট করে দিলেন ব্রড। এই নিয়ে চলতি অ্যাশেজ সিরিজে ব্রডের বলে তৃতীয় বার আউট হলেন অসি ওপেনার। মোট ১৭ বার ওয়ার্নারকে আউট করলেন ইংল্যান্ডের জোরে বোলার। শততম টেস্টে দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ২২ রান করার পর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের ব্যাট থেকে এলো ২ রান। অস্ট্রেলিয়া হেডিংলেতে না জিতলে স্মিথের শততম টেস্টের স্মৃতি সুখের হবে না। তাঁকে আউট করলেন মইন। হেডিংলের ২২ গজে ব্যাট-বলের জমাটি লড়াইয়ে রং ধরল না তার ব্যাটে। মার্নাস লাবুশেনও (৩৩) পাক বংশোদ্ভুত ইংরেজ অলরাউন্ডারের শিকার। ওয়ার্নার দ্রুত আউট হওয়ার পর উসমান খোয়াজার সঙ্গে জুটি বাঁধেন লাবুশেন। দ্বিতীয় উইকেটের জুটিতে তারা তুললেন ৫৭ রান। খাজা ওকসের বলে আউট হওয়ার আগে করলেন ৪৩ রান।

৯০ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ইনিংসের হাল ধরেন মিচেল মার্শ এবং ট্র্যাভিড হেড। মার্শ ১৭ এবং হেড ১৮ রানে অপরাজিত রইলেন। পঞ্চম উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে উঠেছে ২৬ রান।ইংল্যান্ডের সফলতম বোলার মইন ৩৪ রানে ২ উইকেট নিলেন।