দল জিতলেও ব্যাট হাতে মলিন তামিম

দল জিতলেও ব্যাট হাতে মলিন তামিম – ছবি : সংগৃহীত

টানা দুই ম্যাচ বৃষ্টিতে হয়েছে পরিত্যক্ত। ফলে ব্যাট হাতে তামিমের দেখা পাওয়ার অপেক্ষাও বাড়ছিল। অবশেষে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নামলেন তামিম। কিন্তু দল জিতলেও নিজের ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের তারকা এই ওপেনার।

বুধবার ৯০ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে মিড অনের উপর দিয়ে দারুণ এক ছয় মেরে তামিম ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। কিন্তু ইনিংসটি বেশি বড় হয়নি। ব্যক্তিগত ১২ রানে আউট হয়ে যান তিনি। তার ইনিংসে ছিল সমান একটি করে চার ও ছক্কা।

গ্লাডিয়েটর্সের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। ৩৫ বলে ৩৪ রান করেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। জয়ের বন্দরে তামিমের দল পৌঁছায় ২৭ বল হাতে রেখে। জয় আসে ৬ উইকেটে।

আগামীকাল ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবে তামিমের দল। বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।