- ২৪ ডেস্ক
রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে এর মূল সংগঠকসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর এই মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত ছিল। গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছিল।
শুক্রবার দিনভর ও মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি তেজগাঁও বিভাগ প্রথমে শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে। পরে ডিবি সাইবার বিভাগের একটি দল রাত ১টা ৫ মিনিটে মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে মিছিলের আয়োজক এ টি এম ওমর ফারুককে এবং রাত ২টা ২৫ মিনিটে ডিবি-লালবাগ বিভাগ কোতয়ালী থানার নয়াবাজার থেকে মো. সজিব খানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মিছিলের আয়োজক এ টি এম ওমর ফারুক (৫৭), মো. সজিব খান (৩১), কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান (২০), হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন (২৭), আব্দুর রহমান (৪০), মো. মেহেদী হাসান হৃদয় (২২), মো. ফিরোজ আহমেদ (২৩), রিদোয়ান রাফি (১৯) এবং মো. ফায়িম তালুকদার।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।