- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ এপ্রিল ২০২৩, ০০:১৩
ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেন’এর বর্ষসেরা ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। গেল চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো বর্ষসেরা ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ পুরস্কার জিতলেন স্টোকস।
মঙ্গলবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৩ সালের সংস্করণ প্রকাশিত হয়।
ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সের কারণে এর আগে ২০১৯ ও ২০২০ সালেও বর্ষসেরা ‘লিডিং ক্রিকেটার ইন দা ওয়ার্ল্ড’ হিসেবে পুরস্কার জিতেছিলেন স্টোকস।
গত গ্রীষ্মে অধিনায়কত্ব পাবার পর ইংল্যান্ডকে খাদের কিনারা থেকে টেনে তুলেন ৩১ বছর বয়সী স্টোকস। এরপর স্টোকসের নেতৃত্বে ১২টির মধ্যে ১০টিতে জয় পায় ইংলিশরা। এরমধ্যে নিউজিল্যান্ড-ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষেও সিরিজ জয়ের রেকর্ড গড়ে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে তারা। স্টোকসের নেতৃত্বের আগে ১৭ টেস্টে মাত্র ১টিতে জিতেছিল ইংল্যান্ড।
গেল বছর ইংল্যান্ডের হয়ে ১৫টি টেস্টে স্টোকস ব্যাট হাতে ৪টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরিতে বছরের তৃতীয় সর্বোচ্চ ৮৭০ রান করেন। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দুর্দান্ত পারফরমেন্সে ২৬ উইকেট নেন স্টোকস। ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ফাইনাল ম্যাচে বড় অবদান রেখেছিলেন স্টোকস।
লিডিং ক্রিকেটার হিসেবে স্টোকসকে বেছে নেয়ার ব্যাপারে উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘বেন স্টোকস ছাড়া অন্য কেউ দলের ভাগ্য এত দ্রুত এভাবে বদলে দিতে পারতেন এটা ভাবাও কঠিন। স্টোকস নেতৃত্ব নেয়ার আগের শেষ ১৭ টেস্টে মাত্র একটিতে জিতেছিল ইংল্যান্ড। তার নেতৃত্বেই প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংলিশরা। ওই সময় স্টোকসের নেতৃত্বে আগ্রাসী ক্রিকেট পারফরমেন্সে ১০ টেস্টের ৯টিতেই জিতেছে ইংল্যান্ড।’
টি-টোয়েন্টিতে উইজডেনের সেরার ক্রিকেটার হিসেবে মনোনীত হয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। গেল বছর ৩১ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১৮৭ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করেন সূর্য।
প্রথমবারের মতো ‘উইজডেন ট্রফি ফর আউটস্ট্যান্ডিং ইন্ডিভিজুয়াল টেস্ট পারফরমেন্সে’ পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে একটি টেস্টের অসাধারণ পারফরমেন্স বেছে নেয়া হয়। তাতে সেরা স্বীকৃতি পেয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জোড়া সেঞ্চুরি করেন তিনি। বেয়ারস্টোর দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সে ভারতের ছুঁড়ে দেয়া ৩৭৮ রান তাড়া করে ম্যাচ জিতে ইংল্যান্ড।
‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের বেন ফোকস ও ম্যাথু পটস, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল এবং ভারতের হারমানপ্রিত কৌর।
দ্বিতীয়বারের মতো নারী ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।