- ১১ জুলাই ২০২১
দুবার জীবন পেলেন মায়ার্স। একবার তিরিপানো। তিন ক্যাচের দুটি তুলনামুলক সহজই ছিল। সেখানে বাংলাদেশের ফিল্ডারদের এমন ফিল্ডিং সমালোচনা তৈরি করছে। হারারে টেস্টের পঞ্চম দিনের শুরুতে এমন ঘটনা। এরপরই অবশ্য স্পিন ঘূর্ণিতে জোড়া আঘাত করে সে ক্ষতি পুষিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাথে ছিলেন তাসকিনও। জিম্বাবুয়ের উইকেট পতন ৭টি।
চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৪০ রান। ৫০তম ওভারে প্রথম ক্যাচ মিস। সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মায়ার্স। তা নিতে পারেননি লিটন দাস।
৫৩তম ওভারে নিজের বলে ক্যাচ মিস করেন তাসকিন। যদিও অনেকটা লো ছিল ক্যাচটি। তারপরও লম্বাকৃতির তাসকিনের ক্যাচটি নেয়া উচিত ছিল। পারেননি। বেচে যান মায়ার্স। ৫৬তম ওভারের শেষ বলে মিরাজের বলে স্লিপে ক্যাচ দেন তিরিপানো। সহজ ক্যাচ নিতে পারেননি এবার সাকিব।
তিন ক্যাচ মিসের পর স্বভাবতই হতাশ ছিল বাংলাদেশ। এক ওভার পর সেই হতাশা দূর করেন মেহেদী হাসান মিরাজ। ৫৮তম ওভারের প্রথম বলে মিরাজের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দেন মায়ার্স। তা মুঠোবন্দী করতে ভুল করেননি সাদমান ইসলাম। ৮৮ বলে ২৬ রান করে ফেরেন তিনি।
একই ওভারের চতুর্থ বলে আবার মিরাজের আঘাত। রানের খাতা খুলতে না পারা মারুমাকে এলবির শিকার করেন মিরাজ। পরের ওভারে তাসকিন ঝলক। রয় কাইয়াকে এলবিডব্লিউ করেন তিনি। রয়ও রানের খাতা খুলতে পারেনি। এক রানের ব্যবধানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৬৯ রান।