তারেককে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ: মির্জা ফখরুল

তারেককে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ: মির্জা ফখরুল

দুর্নীতি পর্দার আড়ালে রেখে সরকার তারেক রহমানকে নিয়ে বিষোদ্গার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ডামি সরকার প্রশাসন ও আইন বিভাগ দিয়ে গণতন্ত্রকামী নেতাকর্মীদের নিষ্ঠুরভাবে দমন করছে। সরকার-ঘনিষ্ঠ বড় বড় কর্মকর্তাদের অভিনব দুর্নীতির সংবাদ যখন ভাইরাল হচ্ছে, তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ।’

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তারেক রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ১৫ সাজাপ্রাপ্ত আসামি পলাতক থাকার যে তথ্য গত বুধবার জাতীয় সংসদে তুলে ধরা হয়েছে, তার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে মনে করি। ২১ আগস্ট বোমা হামলা মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমানসহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে। তারেক রহমানের ভাবমূর্তি বিনষ্ট করার এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’

SAMAKAL