- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জানুয়ারি ২০২২
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুরন্ত এক শতক হাঁকালেন তামিম ইকবাল। নিজের যত অপ্রকাশিত ক্ষোভ তা যেন ব্যাট দিয়েই জবাব দিলেন তিনি।
শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে মাত্র ৬১ বলে ১৫টি চার ও তিন ছক্কার সাহয্যে শতক হাঁকান তামিম। প্রথম ইনিংসে সিলেটের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ল্যান্ডন সিমন্সের ৬২ বলের সেঞ্চুরি তাই এক অর্থে যেন ম্লানই হয়ে গেল। মাত্র ৬২ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় সেঞ্চুরি পূরণ করেও মিনিস্টার গ্রুপ ঢাকার খেলোয়ার তামিমের শতকের কাছেই হার মানতে হয়েছে তার দল সিলেটের।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করে সিলেট। ইনিংস বিরতির সময় এই রান মোটামুটি লড়াই উপযোগী মনে হলেও তামিম-শাহজাদের অনবদ্য জুটির সামনে তা নগণ্যই মনে হলো। দুজনের ব্যাটিং তাণ্ডবে ১৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় ঢাকা।
এর আগে ২০১৯ সালে ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৬১ বলে ১০টি চার ও ১১টি ছক্কায় ১৪১ রানের হার না মানা ইনিংস খেলার রেকর্ড রয়েছে তামিমের। এই নিয়ে বিবিএলে তার শতক সংখ্যা দু’টি।