নারায়ণগঞ্জ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, এই আওয়ামী লীগ সরকারের পতন হলে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনের দরকার নেই, খালি একটি তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা হলেই আওয়ামী লীগ পালানো শুরু করবে।
আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হাফিজ উদ্দিন আহমদ এসব মন্তব্য করেন। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন তিনি।
মহানগর বিএনপির সভাপতি সাবেক সাংসদ আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। আবু আল ইউসুফের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন, জাকির হোসেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সবুর প্রমুখ। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষ জানত এই সরকার ভোট চোর, মানবাধিকার লঙ্ঘন করে। আজ সারা পৃথিবীর মানুষ জানে, যুক্তরাষ্ট্র তাদের প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে। পুলিশ বাহিনীর প্রধানসহ কয়েকজনকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এটা গৌরবের কিছু নয়।
আওয়ামী লীগের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আপনাদের টাইম শেষ। আপনারা আর ইলেকশন করতে পারবেন না। যে ইভিএমের ভরসায়, কারচুপির আশায় নির্বাচন কমিশন গঠন করেছেন, তারা নির্বাচন পরিচালনা করার সুযোগ পাবেন না।’
বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘দেশে এত দুর্নীতি হচ্ছে।
প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। তাঁর সব সাংসদের সম্পত্তির হিসাব দেবেন বললেও সেই সংসদ পার হয়ে বিনা ভোটের দুটি সংসদ চলে গেলেও মন্ত্রী-এমপির সম্পত্তির হিসাব দেখলাম না। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা দুর্নীতি করে বলেই পুলিশ বাহিনী দুর্নীতি করে, সেনাবাহিনীকে কাজে লাগানো হয়েছে সেতু লাগানোর জন্য। তাহলে যুদ্ধ করবে কারা?’
এ সরকারের দুর্নীতি অপকর্মের কারণে ধীরে ধীরে এই দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে, অভিযোগ করে তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা একবার সাহস করে রাজপথে নামেন, এরা তো পালিয়ে যাওয়ার জন্য কানাডায় বাড়িঘর আগেই করে রেখেছেন।
দেশে বিচারহীনতার অভিযোগ তুলে হাফিজ উদ্দিন বলেন, গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আন্দোলন হলেও প্রকৃত ধর্ষকদের গ্রেপ্তার করা হয়নি। সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় বার বার তারিখ পরিবর্তন হলেও অভিযোগপত্র দেওয়া হচ্ছে না, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। তাঁরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চান।