ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হেলমেট পরে লাঠিসোঁটা নিয়ে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।
‘বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে ছাত্রলীগ হামলা করছে’
কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করছে। আজ সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রায় ১৫০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা ব্যবস্থা শেষ করেই আমরা আজকেই ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব।
ইডেনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পাদদেশে বিক্ষোভে যাওয়ার পথে তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী সায়মা আফরোজ, শাহিনুর সুমি, সুমাইয়া সাইনা, সানজিদা হক ও স্কাইয়া ইসলামসহ ১০ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
টিএসসিতে ছাত্রলীগের অবস্থান
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। তারা সেখানে পূর্ব ঘোষিত অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন। একে একে মিছিল নিয়ে আসছেন তারা। প্রস্তুত করা হচ্ছে মাইক।
ছাত্রলীগের সভাপতি সাদ্দামের নেতৃত্বে ঢাবিতে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন
কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতিহত করতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন চলছে। এ সময় তার সাথে থাকা নেতা-কর্মীদের হাতে দেশীয় অস্ত্র হাতে দেখা গেছে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্ত্বরে কোটা আন্দোলনকারীদের ওপর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে হামলা করা হয়। ওই হামলায় কয়েকজন ছাত্রীসহ অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
রাবি-রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে যৌথভাবে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার, কে বলছে কে বলেছে, সংবিধান সংবিধান’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি বলে স্লোগান দেন।
আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিচারাধীন বিষয়ে মতামত দেওয়া আদালত অবমাননার শামিল। ক্যাম্পাসে আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ। রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল।
সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের বিষয়ে আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ মেনে নেবে না সরকার। যেকোনো অপশক্তি কঠোরভাবে প্রতিহত করা হবে। এতদিন যে আশঙ্কা ব্যক্ত করেছি -কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলন করতে যাচ্ছে। এর সঙ্গে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দল আছে। সমর্থন তারা প্রকাশ্যেই করেছে। গতকাল রাতে সেটা স্পষ্ট। তাদের মুক্তিযুদ্ধবিরোধী স্লোগানে প্রকাশ পেয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটলো ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের নেতা-কর্মীরা পালিয়ে বিজয় একাত্তর এবং মাস্টারদা সূর্যসেন হলের ভেতরে অবস্থান নিয়েছে। তারা আত্মরক্ষার্থে হলের গেটে তালা লাগিয়ে দিয়েছেন।
এর আগে আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের। ছাত্রলীগের হামলায় কোটা আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানাতে এবং বক্তব্যটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে মাইকিং করছিল।
রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হচ্ছেন। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘তুমি নও, আমিও নই, রাজাকার রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারও বাপের না—স্লোগান দিতে দেখা গেছে। তারা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানান ওই বিক্ষোভ থেকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত যতই আঘাত আসুক তারা রাজপথ ছাড়বেন না বলে জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, প্রধানমন্ত্রীর ‘রাজাকার’ সংক্রান্ত বক্তব্য শিক্ষার্থীদের মনে আঘাত করেছে। তারা নির্বাহী বিভাগের প্রধানের কাছ থেকে এ ধরনের বক্তব্য আশা করেন না। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় শিক্ষার্থীরা ক্ষিপ্ত।
আইনশৃঙ্খলা ভঙ্গ হলে শক্ত হাতে মোকাবিলার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করা হলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।
আজ সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্যাপন ও তাজিয়া (শোক) মিছিল উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। আইনশৃঙ্খলা ভঙ্গ করতে তৎপরতা কেউ চালালে, সেটি যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।
বাড্ডায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বাড্ডার নতুনবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে তারা সড়ক অবরোধ করতে শুরু করেন।
এতে নতুনবাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
ওই স্থানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়পছে। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
Bangla Outlook