জাতীয় |
ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের ২৪টি আইসিইউ-এর মধ্যে ১৪টি পুড়ে গেছে বলে জানিয়েছেন ডিএমসির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। এছাড়া অগ্নিকাণ্ডের পর অন্য বিভাগে সরিয়ে নেয়া রোগীদের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে ডিএমসিতে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমসির পরিচালক।
তিনি বলেন, আগুনের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। আগুনে পুড়ে যাওয়ায় নতুন করে ১০টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরেও ১০টি বেড যোগ হবে বলেও জানান ব্রিগেডিয়ার নাজমুল হক।
তিনি আরও বলেন, হাসপাতাল পুরানো হওয়ায় অবকাঠামোগত কিছু ত্রুটি আছে। তাই অবস্থার উন্নতিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/