- by নিজস্ব প্রতিবেদক
ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, আজ মঙ্গলবার, ১ মার্চ বিকেলে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
জানা যায়, ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসায় বিষয়ক ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করেছেন পিটার ডি হাস। বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হলেন তিনি।
পিটার ডি হাস রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন। এরপর ঢাকায় তার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু হবে। খুব শিগগিরই তিনি তার পরিচয়পত্র পেশ করার জন্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।
জানা যায়, এর আগে ভারতের মুম্বাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেট জেনারেলে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরে ৫টি ভৌগোলিক ব্যুরোতে দায়িত্ব পালন করেছেন পিটার হাস।