ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ২৭৮ জন, মৃত্যু ৪

Logo

  • আগস্ট ২১, ২০২১
ডেঙ্গু রোগী

ফাইল ছবিফোকাস বাংলা

 

এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন।

শনিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ২১ জন ও ২৫৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৭৫০ জনে। চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন। শুধুমাত্র আগস্ট মাসেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত ছিল।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু মৌসুম হিসেবে ধরা হয়। তবে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস মূল মৌসুম। কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টি এডিস মশার বংশবিস্তারে প্রভাব ফেলছে। করোনাভাইরাস আর ডেঙ্গুর উপসর্গ কাছাকাছি হওয়ায় জ্বর হলে বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছিল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছেন। আর সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১৭৯। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ওই বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।