বাংলাদেশ প্রেস ফটো কনটেস্ট ২০২২ এর পিকচার অব দ্য ইয়ার ২০২১ গ্র্যান্ড প্রাইজ জিতেছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র স্টাফ ফটোগ্রাফার এমরান হোসেন।
দেশের আলোকচিত্র প্রতিষ্ঠান দৃক পিকচার লাইব্রেরি এ বছর থেকে দেশের সেরা ফটোসাংবাদিকদের স্বীকৃতি দিতে এই পুরস্কার চালু করেছে।
গত বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে জাতীয় প্রেসক্লাবে ‘মায়ের ডাক’ সংগঠন আয়োজিত আলোচনা সভায় অশ্রুসিক্ত শিশু সাবার ছবির জন্য এমরান হোসেন এ পুরস্কার পাচ্ছেন।
এ ছাড়া কলা, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে পুরস্কার জিতেছেন নিউ এজ পত্রিকার সৌরভ লস্কর, জনস্বার্থ সাংবাদিকতা বিভাগে দৈনিক মানবজমিনের জীবন আহমেদ এবং রাজনীতি বিভাগে পুরস্কার পেয়েছেন সাপ্তাহিক নাগরিকের মো. জাকিরুল মাজেদ।
দৃকের একজন কর্মকর্তা জানান, গ্র্যান্ড প্রাইজ জয়ী এমরান হোসেন পাবেন ১ লাখ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়ারবুকের কপি। অন্য বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও ইয়ারবুকের একটি কপি।
প্রদর্শনীতে বিজয়ী ৪টিসহ মোট ৩০টি নির্বাচিত ছবি প্রদর্শন করা হবে।
দৃক জানায়, সংবাদ সংগ্রহে প্রথম সারির সাহসী যোদ্ধাদের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ প্রেস ফটো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
গত বছর ফটোসাংবাদিকতার সেরা ছবিগুলোর মধ্যে পেশাদার বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করেছেন।