ডিসেম্বরে আমরা আইএমএফের অর্থ পেতেও পারি, নাও পেতে পারি

ড. আহসান এইচ মনসুর বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) তিনি দীর্ঘদিন কাজ করেছেন। ১৯৯১ সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইএমএফের ঋণ, মূল্যস্ফীতি, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, রেমিট্যান্স, পুঁজি পাচার, হুন্ডি, অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব ও আর্থিক খাতের নানা দিক নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাবিদিন ইব্রাহিম

আইএমএফের কাছ থেকে যদি ঋণের পরবর্তী কিস্তিগুলো পেতে চাই, তাহলে ডিসেম্বর নাগাদ আমাদের রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে। সেপ্টেম্বরে আমাদের ২ বিলিয়ন ডলার কমে ১৭ বিলিয়ন ডলারে নেমেছে, তাহলে আমরা কি ডিসেম্বরে রিজার্ভটাকে আইএমএফ স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারব? যদি না পারি সেক্ষেত্রে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাব?