- সুনামগঞ্জ সংবাদদাতা
- ২২ মার্চ ২০২১
জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় সুনামগঞ্জ আদলতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম।
অন্যান্য আসামিরা হলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মো. আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মো. কয়সর আহমেদ, শায়েস্তা চৌধুরী কুদ্দুস, মিসবাহুজ্জামান সুহেল, কামাল উদ্দিন, রহিম উদ্দিন, মাহিদুর রহমান, আনোয়ার হোসাইন খোকন আফজল হোসেন, মো. আব্দুস সালাম, হাবিবুর রহমান, নাসির আহমদ শাহীন, শাহ আক্তার হোসাইন টুটুল, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন, মো. আবুল হোসেন, হেলাল নাসিমুজ্জামান, তাজবির চৌধুরী শিমুল, নাসিম আহমেদ চৌধুরী, এমাদ টিপু, ডা. মুজিবুর রহমান মুজিব, মুলেহ উদ্দিন আহমদ, আরিফ মোতাহার, কবির রেজা প্রমুখ।
জেলা বিএনপি আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীনুর রহমান শাহীন বলেন, অতি উৎসাহী কয়েকজন আইনজীবী নিজে কে আলোচনায় আনার জন্য এমন মিথ্যা মামলা দায়ের করেছেন। তিনি এ মামলার নিন্দা জানিয়ে নিজ দায়ীত্বে মামলা প্রত্যাহারের আহবান জানান।