কাঁচামাল আমদানির পাশাপাশি বিদ্যুতের লোডশেডিংও ভোগাচ্ছে। শীত শেষ না হতেই দিনে এক-দুবার লোডশেডিং হচ্ছে। তখন ডিজেল জেনারেটর চালিয়ে উৎপাদন সচল রাখতে হচ্ছে। তাতে উৎপাদন ব্যয় বাড়ছে। কারণ, ডিজেলের দাম অনেক বাড়তি। নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার কথা গণমাধ্যমে শুনছি। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দামের বোঝা কতটা নিতে পারবে, সেটি বিবেচনা করা প্রয়োজন। কারণ, আমরা যদি ভালো না থাকি, তাহলে সরকারও ভালো থাকতে পারবে না।