- রাকিব হাসনাত
- বিবিসি বাংলা, ঢাকা
বাংলাদেশে ডলারের বাজারের অস্থিরতা কাটিয়ে বাজার স্থিতিশীল করতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের মূল্য নির্ধারণ করে দিলেও ব্যাংক ও খোলাবাজারসহ সর্বত্রই বেশি দামে বিক্রি হচ্ছে ডলার।
ব্যবসায়ীরা বলছেন এলসি খোলা কিংবা আমদানি পণ্যের পেমেন্ট পরিশোধের জন্য তাদের অনেকে বেশি দরে ব্যাংক থেকে ডলার নিতে হচ্ছে।
আবার খোলা বাজার অর্থাৎ কার্ব মার্কেটেও আজ বুধবার ডলার কেনা হয়েছে ৯৬/৯৭ টাকা দরে, যা আগের দিনের চেয়ে সামান্য বেশি।
অন্যদিকে মানি একচেঞ্জগুলো বলছে তারা ডলার ৯৫ টাকায় ক্রয় করছে আর বিক্রি করছে ৯৭ টাকায়।
ব্যাংকগুলো বলছে, যে দর কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে দিয়েছে, তা তাদের কেনা দরের চেয়ে অনেক কম এবং সে কারণে এখন ডলারের আন্ত:ব্যাংক লেনদেন প্রায় বন্ধ হয়ে গেছে।
তবে যেসব ব্যাংকের ডলার দরকার হচ্ছে তাদের নির্ধারিত দরেই কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহ করছে বলে নিশ্চিত করেছেন একাধিক ব্যাংক কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, বাংলাদেশে গত কিছুদিন ধরে বাণিজ্যিক ব্যাংক এবং খোলা বাজার উভয় জায়গাতেই টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়েই চলেছে। মূলত কোভিড পরবর্তী সময়ে আমদানি অনেক বেড়ে যাওয়াতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক বলেছিলো।
ডলারের সাথে সাথে অন্য প্রায় সব বৈদেশিক মুদ্রা যেমন পাউন্ড, ইউরো, সৌদি রিয়াল, কুয়েতি দিনার এবং ভারতীয় মুদ্রারও দাম বেড়ে গিয়েছিলো ব্যাংক ও খোলাবাজারে।
এমন প্রেক্ষাপটে রোববার বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য ডলারের দাম ৮৯ দশমিক ১৫ টাকা ঠিক করে দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। আর আন্ত:ব্যাংক মুদ্রাবাজারে ডলার বিক্রির জন্য রেট করা হয়েছিলো ৮৯ টাকা। আর মানি এক্সচেঞ্জগুলোকে বলা হয়েছিলো এ দুটির মধ্যে সমন্বয় করে ডলার বিক্রির জন্য।