
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। যদিও আসর শুরুর আগে কাগজে-কলমে তাদের শক্তিমত্তা তুলনামূলক বেশি ছিল না। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়েই আবাহনী ডিপিএলের টানা তৃতীয় শিরোপা জিতল। একইসঙ্গে অলিখিত ফাইনালে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের শোকেসে পুরল ২৪তম ডিপিএল ট্রফি।
এমন জয়ের দিনে বড় কৃতিত্ব পেতে পারেন দলটির প্রধান কোচ হান্নান সরকার। জাতীয় দলের নির্বাচকের পদে ছিলেন কিছুদিন আগেও। সেই মর্যাদাপূর্ণ চাকরি ছেড়ে যোগ দেন কোচিং পেশায়। যে সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না তার জন্য। পরবর্তীতে তিনি আবাহনীর কোচ পদে নিয়োগ পান। যদিও এবারের আসরে দলটির বাজেট ছিল স্বল্প। কম বাজেটে দল গড়ার ক্ষেত্রেও হান্নানের মুনশিয়ানা ছিল চমকপ্রদ।
হান্নান ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় এই টুর্নামেন্টের জন্য দলে ভেড়ান জুনিয়র ক্রিকেটারদের। এবারের আসরে আবাহনীর সবচেয়ে সিনিয়র ক্রিকেটার ছিলেন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। তরুণ ক্রিকেটারদের সঙ্গে তারা দুজনও দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন।
হান্নান টুর্নামেন্ট শুরুর আগেও যেমন জানিয়েছিলেন, তেমনি গতকালও বলেছিলেন আবাহনীর চ্যাম্পিয়ন ট্রফি জয়ের ধারা ধরে রাখাই তার লক্ষ্য। তার ভাষ্যটা ছিল এমন– ‘৪টা সাড়ে ৪টার মধ্যে ছুঁয়ে দেখবেন ট্রফি।’ নিজের বলা সেই কথা রেখেছেন হান্নান। পূর্ণাঙ্গ কোচ হিসেবে তার শুরুটাও হলো সাফল্য দিয়ে।
প্রসঙ্গত, ডিপিএলে নিজেদের শেষ ম্যাচের পাশাপাশি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডানের লড়াই ছিল ‘অলিখিত ফাইনাল’। পয়েন্ট টেবিলে তাদের টপকে যাওয়ার সুযোগ ছিল না আর কোনো দলের। টস হেরে আগে ব্যাট করতে নেমে রনি তালুকদারের নেতৃত্বাধীন মোহামেডান ৭ উইকেটে ২৪০ রান তোলে। যা মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী ৯.২ ওভার এবং ৬ উইকেট হাতে রেখেই পেরিয়েছে।