টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে!

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১১ জুলাই ২০২২, ২০:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে! – ছবি : সংগৃহীত

গতবার সেমিফাইনালে থেমে গিয়েছিল পাকিস্তানের দৌড়। এবার তারা বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। এমনটাই মনে করছেন সে দেশের সাবেক বোলার ওয়াকার ইউনিস। তার বিশ্বাস, পাকিস্তানকে ট্রফি এনে দিতে পারেন বাবর আজম। বোলাররাও অস্ট্রেলিয়ার মাটিতে বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করছেন তিনি।

আইসিসি-র ওয়েবসাইটে ওয়াকার বলেছেন, ‘আমাদের বিশ্বকাপ জেতার ভালোই সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার পিচ ব্যাটারদের জন্য সুবিধাজনক। তাই ওখানকার পিচে ব্যাটিং করার মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে।’

কে পাকিস্তানের সবচেয়ে ভালো ব্যাটার সে প্রসঙ্গে ওয়াকার বলেছেন, ‘নিঃসন্দেহে বাবর উপরের সারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। বিশ্বকাপে ও ভালোই খেলবে বলে আমার বিশ্বাস। বাবর এখন আমাদের দলের লাখ টাকার ক্রিকেটার। বিশ্বের বাকি বড় বড় ক্রিকেটারের সাথে অনায়াসে ওর তুলনা করা যায়। তবে বাবর এখন তরুণ ক্রিকেটার। এখনো অনেক ক্রিকেট খেলা বাকি। ও অবসর নিলে তখন আপনারা বাকিদের সাথে ওর তুলনা করতে পারেন।”

ওয়াকারের সংযোজন, ‘আমাদের বোলিং আক্রমণও বিশ্বের অন্যতম সেরা। গত বছর ছ’-সাতজন জোরে বোলারকে আমরা খেলিয়েছি। প্রত্যেকে ভালো খেলেছে। প্রধান ভূমিকা নিতে হবে হারিস রউফ এবং শাহিন আফ্রিদিকে। তবে হাসান আলিকেও ভুললে চলবে না। এই তিনজন বাদে শাদাব ও নওয়াজের মতো স্পিনার থাকলে দল আরো শক্তিশালী হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা