‘লম্বা ক্যাপশনের দরকার নেই। চেন্নাই ২০২১ আইপিএলের চ্যাম্পিয়ন। এখন থেকে দয়া করে আমাকে “স্যার চ্যাম্পিয়ন” ডাকবেন। কাইরন পোলার্ড, বন্ধু, আমাকে ধরার পথে তোমার কাজ আরও বেড়ে গেল!’ এবার আইপিএলের শিরোপা জেতার পর ইনস্টাগ্রামে শিরোপাসহ নিজের ছবি দিয়ে এসব লিখেই পোস্ট করেছিলেন ডোয়াইন ব্রাভো।
এবার সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টের হয়ে শিরোপা জেতার পর আইপিএলেও চ্যাম্পিয়ন হয়েছেন ব্রাভো। ফলে স্বীকৃত টি-টোয়েন্টি লিগে ব্রাভোর শিরোপার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ১৬-তে। ব্রাভো সিপিএলের শিরোপা জিতে ছুঁয়েছিলেন কাইরন পোলার্ডের ১৫ শিরোপা জয়ের রেকর্ড, আইপিএলের শিরোপা জিতে ছাড়িয়ে গিয়েছিলেন তাঁকে। বনে গেছেন টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী ক্রিকেটার।
তবে লড়াইটা এখন ব্রাভো আর পোলার্ডের মধ্যেই নেই। এই দুজনের খুব কাছে যে চলে এসেছেন শোয়েব মালিক!
এবারের লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন পাকিস্তান অলরাউন্ডার। গতকাল হাম্বানটোটার ফাইনালে গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মালিকের দল জফনা কিংস। এ নিয়ে টি-টোয়েন্টিতে ১৪তম বার শিরোপা জিতলেন মালিক। ব্রাভো, পোলার্ড, মালিকের পর এ তালিকায় আছেন রোহিত শর্মা। তিনি জিতেছেন ১০ বার।
ফাইনালে কাল আগে ব্যাটিং করে ৩ উইকেটে ২০১ রান তুলেছিল জফনা। ৪ নম্বরে নেমে ১১ বলে ২৩ রানের ক্যামিও খেলেছিলেন ৩৯ বছর বয়সী মালিক। শেষ পর্যন্ত তাঁর দল ২৩ রানে হারিয়েছে মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমিরদের গলকে। বোলিংয়ে উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১২ রান দিয়েছেন মালিক।
ক্যারিয়ারে সময়টা দারুণই যাচ্ছে মালিকের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুতে পাকিস্তান দলে না থাকলেও শোহাইব মাকসুদের চোটে জায়গা পেয়েছিলেন। মালিক-ঝলক দেখা গেছে বিশ্বকাপেও। যেন বার্তা দিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।
টি-টোয়েন্টিতে নিজের শিরোপার সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ শিগগিরই পাচ্ছেন মালিক। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি। আগামী ২৭ জানুয়ারি শুরু হবে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগটি।