জাতীয় দলের ট্রেনার নাথান কাইল ছুটি কাটিয়ে কর্মস্থল ঢাকায় ফিরে এসেছেন। সবার আগে তাঁর ঢাকা আসার কারণ জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসের মূল্যায়ন রিপোর্ট তৈরি করা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, ঢাকা লিগের বিরতির দিনগুলোতে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করা হবে। এ জন্য ট্রেনার নাথানের হাতে খেলোয়াড়দের একটি তালিকা দিতে হবে নির্বাচক প্যানেলকে।
মঙ্গলবার সেই কাজ নিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিটিংয়ে বসেছিলেন নির্বাচকরা। বিসিবির একটি সূত্র জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি২০ সিরিজের দল বিশ্বকাপ মাথায় রেখে দেওয়ার পরিকল্পনা লিপুর। যে কারণে অফস্পিনার আলিস আল ইসলামকেও তালিকায় রেখেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ দিয়ে টি২০ দলের ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা হতে পারে। এনামুল হক বিজয় ও নাঈম শেখ বাদ পড়তে পারেন।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে ছিলেন বিজয় ও নাঈম। ঢাকা লিগে ভালো খেলার পুরস্কার দেওয়া হয়েছিল দু’জনকে। বিপিএলে আহামরি পারফরম্যান্স না করেও এ দুই ওপেনারের টি২০ দলে থাকাতে বিস্মিত হয়েছিলেন অনেকে। একইভাবে মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিককে সুযোগ না দেওয়ায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন নির্বাচকদের সমালোচনা করেছিলেন চট্টগ্রামের একটি অফিসিয়াল সংবাদ সম্মেলনে।
তবে নতুন নির্বাচক প্যানেল নিয়োগ দেওয়ার পর জাকেরকে দলে নিয়ে চমক দেখান। উইকেটরক্ষক এ ব্যাটারও অভিষেকে ঝোড়ো ইনিংস খেলে বাজিমাত করেন। আলিস ইসলাম চোটে পড়ায় জাকেরকে দলে নেওয়া সহজ হয়েছিল প্রধান নির্বাচক লিপুর জন্য। এবার সাকিব আল হাসানকে মাথায় রেখে দল গোছাতে হচ্ছে তাঁকে। এ ক্ষেত্রে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কিছু পরিবর্তনের কথা মাথায় নিতে হচ্ছে নির্বাচকদের।
samakal