চট্টগ্রামে ভর্তুকি দামে সয়াবিন ও মসুর ডালের পাশাপাশি ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের আন্দরকিল্লা রাজাপুকুর লেন এলাকায় এই পণ্য কিনতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন ৫০ থেকে ৬০ জন। সাড়ে ১২টায় পণ্য বিক্রি শুরু হলে ভিড় আরও বাড়তে থাকে। নগরে টিসিবির পরিবার কার্ডধারী প্রায় তিন লাখ ভোক্তা রয়েছে। এসব ভোক্তার কাছে পণ্য বিক্রি করবেন টিসিবির ১২৬ জন পরিবেশক।
সৌরভ দাশ
চট্টগ্রাম
১ / ৭
পণ্য নিতে এসেছেন ষাটোর্ধ্ব এই নারী।
২ / ৭
ভোক্তাদের দেওয়ার জন্য চাল, ডাল ও তেল রাখা হয়েছে।
৩ / ৭
পণ্য কিনছেন লোকজন।
৪ / ৭
পণ্য কিনে বাড়ি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।
৫ / ৭
চাল নিয়ে যাচ্ছেন এই নারী।
৬ / ৭
রোদের মধ্যে ছাতা নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লোকজন।
৭ / ৭
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পণ্য নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি।