নয়া দিগন্ত অনলাইন
২৩ জুলাই ২০২১
– ছবি : সংগৃহীত
হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতেছে স্বাগতিক জিম্বাবুয়ে। তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে ২০ বছর বয়সী তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারির। হার্ডহিটিং ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি পাওয়া শামীম গত ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে নজর কেড়েছেন।
বাংলাদেশ একাদশে এসেছে মোট দুটি পরিবর্তন। শামীম ঢুকেছেন লিটন দাসের চোটে। মোস্তাফিজুর রহমানের বদলে এসেছেন তাসকিন আহমেদ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তাই আজ স্বাগতিকদের বাঁচামরার লড়াই, সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলে মাদভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিলটন সাম্বা, রায়ান বার্ল, লুক জঙউই, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজুরাবানি ও তেন্দাই চাতারা।