টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বৃষ্টির কারণে কমেছে ওভার

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ মে ২০২৩, ১৭:৪০, আপডেট: ১২ মে ২০২৩, ১৮:৪৭

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল।

ইংল্যান্ডের চেমসফোর্ডের এ ম্যাচে বৃষ্টির কারণে টস হতে শুরু হয়।

সপ্তাহজুড়ে বৃষ্টির হাত থেকে রেহাই যেন মিলছে না টাইগারদের। প্রস্তুতি ম্যাচের পর সিরিজের প্রথম ম্যাচ ভণ্ডুল হয়ে যায় বৃষ্টিতে। আজও হানা দিয়েছিল বৃষ্টি, আটকে দিয়েছিল টস। তবে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর পরিষ্কার হয়েছে চেমসফোর্ডের আকাশ।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে না পারায় বৃষ্টি আইনে কমে এসেছে ইনিংসের ওভার সংখ্যা। ৫ ওভার কর্তন করে দুই দল ব্যাট করবে ৪৫ ওভার করে।

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে মাঠে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, জশুয়া লিটিল, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, লরকান টাকার, পল স্টারলিং, হ্যারি টেক্টর, এন্ডি ম্যাকবির্নি।