- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০২৩, ০৬:০৮, আপডেট: ০৭ জুলাই ২০২৩, ০৭:৪৬
অ্যাশেজে ২-০ পিছিয়ে থেকে তৃতীয় টেস্টে নেমেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। তৃতীয় টেস্টে মার্ক উডের আগুনে বোলিংয়ে স্টাম্প উড়ল অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার ।
ঘণ্টায় ১৫২ কিমি বেগে উডের বল আছড়ে পড়ে উইকেটে। খাজা ফেরেন ১৩ রানে। ১৩-তম ওভারের শেষ বলে উডের বল উপড়ে যায় খাজার স্টাম্প। অজি ওপেনার খাজা ড্রাইভ করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটের কাণায় বল লেগে বোল্ড হন বাঁ হাতি খাজা। অজি ওপেনার ফিরতেই হেডিংলিতে উপস্থিত ইংরেজ সমর্থকরা আনন্দে ফেটে পড়েন।
উডের প্রাক্তন অধিনায়ক ইয়ইন মর্গ্যান ধারাভাষ্য দেয়ার সময়ে বলছিলেন, ‘৯৪.৬ মাইল বেগে উডের বল ধেয়ে আসে। বলটা ফুল লেন্থে করেছিল উড। হালকা সুইংও করে। উসমান খাজা বোল্ড হয়। আনন্দ উডের। ইংল্যান্ডেরও তাই।’
সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে এই ম্যাচ জিততেই হবে। তৃতীয় টেস্টে ওকস এবং উডকে দলে নেয়া হয়। বর্ষীয়ান জেমস অ্যান্ডারসনকে রাখা হয়নি প্রথম একাদশে। ব্রড ম্যাচের প্রথম ওভার করেন। প্রথম বলেই চার মারেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। পঞ্চম বলে ব্রড ফেরান ওয়ার্নারকে। আরেক ওপেনার খাজাকে আউট করেন উড।