জয়ের বিদায়ের পর তামিম-শান্তে প্রতিরোধ

জয়ের বিদায়ের পর তামিম-শান্তে প্রতিরোধ – ছবি : সংগৃহীত

পোর্ট অব এলিজাবেথে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করছে বাংলাদেশ। প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সফরকারীরা। রানের খাতা খুলার আগেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

দক্ষিণ আফ্রিকার পেসার অলিভিয়েরের বলটি বাতাসে একটু সুইং করে পিচ করে মুভ করে বাইরে বেরিয়ে যায় অনেকটা। জয় সুইংয়ের অপেক্ষা না করেই পা বাড়িয়ে ড্রাইভ করেন। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় প্রথম স্লিপে। দুই বল খেলেও শূন্য রানে ফেরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান।

এরপর অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে হাল ধরার চেষ্টা করছেন এক বছর পর টেস্টে ফেরা তামিম ইকবাল। তার সাথে আছে নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১ উইকেটে ৪৬। ২৯ রানে তামিম ও ১৭ রানে শান্ত অপরাজিত।

এর আগে প্রথম ইনিংসে ৪৫৩ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। খালেদ আহমেদ তিনটি ও মেহেদী মিরাজ পান এক উইকেটের দেখা।