- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুলাই ২০২২, ২১:০৯
গল-এ সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন পাকিস্তানের দরকার ১২০ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ৭ উইকেট।
শ্রীলঙ্কার দেয়া ৩৪২ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ২২২ রান করেছে পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিক ১১২ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে লঙ্কানদের ২২২ রানের জবাবে পাকিস্তান করে ২১৮ রান।
গল-এ তৃতীয় দিন শেষে ১ উইকেট হাতে নিয়ে ৩৩৩ রানে এগিয়ে ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩২৯ রান করেছিল লঙ্কানরা। দিনেশ চান্ডিমাল ৮৬ ও শেষ ব্যাটার প্রবাথ জয়সুরিয়া ৪ রানে অপরাজিত ছিলেন।
মঙ্গলবার চতুর্থ দিনের চতুর্থ ওভারের শেষ বলে শ্রীলংকার শেষ উইকেটটি তুলে নেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ৪ রানেই থামেন জয়সুরিয়া। তবে অন্যপ্রান্তে ৯৪ রানে অপরাজিত থাকেন চান্ডিমাল। শ্রীলংকা থামে ৩৩৭ রানে।
পাকিস্তানের সফল বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ। আগের দিনই ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট নেন তিনি। ৮৮ রানে ৫ উইকেট নেন নওয়াজ। এছাড়া আরেক স্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নেন।
৩৪২ রানের বড় টার্গেটে খেলতে নেমে দারুন সূচনা করে পাকিস্তান। ২৯ ওভার খেলে ৮৭ রানের জুটি গড়েন দুই ওপেনার শফিক ও ইমাম উল হক। পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন শ্রীলংকার স্পিনার রমেশ মেন্ডিস। ৩৫ রানে রমেশের শিকার হন ইমাম।
ইমামের আউটের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি আজহার আলি। স্পিনার জয়সুরিয়ার শিকার হয়ে ৬ রানে বিদায় নেন আজহার।
১০৪ রানে দ্বিতীয় উইকেট পতনে শফিকের সাথে জুটি বাঁধেন অধিনায়ক বাবর আজম। শ্রীলঙ্কার বোলারদের সাবধানে সামলে নিয়ে চা-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থাকেন তারা। এসময় পাকিস্তানের রান ছিলো ২ উইকেটে ১৪৭।
বিরতি শেষে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছেন শফিক ও বাবর। ইনিংসের ৭২তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরির দেখা পান বাবর। একই ওভারে ১ বল পর ষষ্ঠ টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শফিক। এজন্য ২৩৮ বল খেলেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর নিজের ইনিংস বড় করতে পারেননি বাবর। জয়সুরিয়ার বলে বোল্ড হয়ে ৫৫ রানে থামেন প্রথম ইনিংসে ১১৯ রান করা বাবর। তৃতীয় উইকেটে শফিকের সাথে ২৩৮ বলে ১০১ রান যোগ করেন বাবর।
বাবর যখন আউট হন তখন দিনের খেলার ৩৭ বল বাকি ছিল। দিনের বাকি সময়ে আর কোনো বিপদ হতে দেননি শফিক ও পাঁচ নম্বরে নামা মোহাম্মদ রিজওয়ান। অপরাজিত থেকে দিন শেষ করেন তারা। ৫টি চার ও ১টি ছক্কায় ২৮৯ বলে ১১২ রানে অপরাজিত আছেন শফিক। ১২ বলে ৭ রানে অপরাজিত আছেন রিজওয়ান।
শ্রীলঙ্কার জয়সুরিয়া ২টি ও রমেশ ১টি উইকেট নেন।