ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এই আদেশ দেন।
সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ জামায়াতের আমিরকে আদালতে হাজির করে আট দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন ভোরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাঁকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে। দলটির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলার কাগজপত্রের তথ্য বলছে, যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার তিন আসামি ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। তাতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নাম এসেছে বলে পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়।