- ২৪ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৯ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে তিনি উপস্থিত হন।

সমাবেশস্থলে সারজিস আলমকে জামায়াত নেতাদের পাশে মূল মঞ্চে বসে থাকতে দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, কিছুক্ষণ পরেই তিনি সমাবেশে বক্তব্য দেবেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ সমাবেশে এনসিপি ছাড়াও আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে সম্ভাব্য সমন্বয় ও সংলাপের একটি ইঙ্গিত হিসেবেও এই উপস্থিতিকে দেখা যেতে পারে।
চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জামায়াতের এই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও ছিল জোরদার।