জামায়াতের মজলিশে শূরার বৈঠক

নয়া দিগন্ত অনলাইন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান |সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না, দরকার অর্থবহ সংলাপ।’

আজ শনিবার সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, ‘জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া কোন অবস্থায়ই ঠিক না। সাম্প্রতিক পরিস্থিতিতে বিচলিত না হয়ে সতর্ক পর্যবেক্ষণ করছে জামায়াত।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।

মানবিক করিডর প্রসঙ্গে তিনি বলেন, মানবিক করিডরের বিষয়ে জাতীয় নিরাপত্তা জড়িত। তাই জামায়াত চেয়েছে এটা নিয়ে যেন সরকার ভেবেচিন্তে অগ্রসর হয়। সরকারের উচিত সব পক্ষের সঙ্গে বসে যেন এ ধরনের সিদ্ধান্ত নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here