জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ

24 Live Newspaper

দীর্ঘ চার দশক পর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রেসিডেন্ট পদে নির্বাচনে লড়তে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব সংস্থার মর্যাদাপূর্ণ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই পদে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

adviser md touhid hossain 1পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন হবে ২০২৬ সালের জুনে। নির্বাচিত হলে তৌহিদ হোসেন ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী একবছর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তৌহিদ হোসেন নির্বাচিত হলে তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি, যিনি সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব পালন করবেন। এর আগে ১৯৮৬ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে এরইমধ্যে এই নির্বাচনের জন্য কূটনৈতিক কৌশল ও প্রচার প্রস্তুতি সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইতিমধ্যে আমরা প্রচারণা শুরু করেছি। জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় ভূমিকা বিশেষ করে, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং প্রার্থীর গ্রহণযোগ্যতার কারণে আমরা আশাবাদী, এই নির্বাচনে জয়ী হতে পারবে বাংলাদেশ।

সাধারণ পরিষদের এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে বাংলাদেশের প্রার্থী হওয়ার বিষয়টি জাতিসংঘকে জানানো হয়। বাংলাদেশ ছাড়াও এই পদে প্রার্থী হয়েছেন জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি এবং সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি।

সাধারণত পদটিতে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হলেও এবার তিনজন প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে বলে ধারণা বিশ্লেষকদের।

বাংলাদেশের সাবেক একজন কূটনীতিক জানান, সাধারণ পরিষদে যদি বাংলাদেশি প্রার্থী সভাপতি নির্বাচিত হন, তাহলে জাতিসংঘে দেশের অবস্থান আরও গুরুত্ব পাবে। এটি হবে বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here