পুত্র কর্তৃক নৌবাহিনী কর্মকর্তাকে চর থাপ্পর ও কিল ঘুষি দিয়ে দাঁর ভেঙ্গে দেয়ার কারণে অনেকেই মনে করেছিলেন হাজি সেলিম অধ্যায়ের অবসান হচ্ছে। এমনটা মনে করার যথেষ্টা কারণও রয়েছে। হাজি সেলিমের সন্ত্রাস ও জমি দখলের খবর গত কয়েক দিন ছিল সংবাদপত্রের প্রধান শিরোনাম। এছাড়া ১৯৯৬ সালের পর সন্ত্রাসের গডফাদার হিসাবে পরিচিতি পাওয়া হাজি সেলিমের অবৈধ সম্পাদ অনুসন্ধানের ঘোষণা করেছিল দুর্নীতি দমন কমিশনও। ১/১১-এর জরুরী আইনের সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত মামলার ফাইল তলব করা হয়েছিল হাইকোর্টে।
এই নিয়ে আলোচনা-সমালোচনার মাঝেই খবর বের হল হাজি সেলিম ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে মনোনীত হয়েছেন। গতকালই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ
আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
হাজি সেলিম আগের কমিটির সদস্য ছিলেন। এবার তাঁর প্রমোশন হয়ে উপদেষ্টা মন্ডলীতে জায়গা করে নিয়েছেন। আওয়ামী লীগ যে সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলবাজদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগ, হাজি সেলিমের এই পদোন্নতির মাধ্যমে বিষয়টি জাতির সামনে আবারো পরিস্কার হয়েছে।