জোনায়েদ সাকি
সরকার দেশের জনগণের জীবনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখতে এই জনসম্মতিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতি আজ বাংলাদেশের মানুষের জীবনকে বিপন্ন করছে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জীবন বাঁচাতে তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে জনগণের ঐক্য ও সংগ্রাম জোরদার করা জরুরি কর্তব্য।’
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আঙ্গরপোতা গ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা এবং সরকারের নীরব ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ জানান তিনি।
সাকি বলেন, ‘কয়েকদিন আগে বিজিবির এক সদস্যকেও বিএসএফ হত্যা করে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বারবার গুলিতে প্রাণ হারাচ্ছে মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যম থেকে
জানা যায়, গত সাত বছরে বিএসএফের হাতে দুই শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেক ব্যক্তি।
সূত্র : সমকাল