- খেলাধুলা ডেস্ক
বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও নতুন ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনন্য কীর্তি গড়লেন এই পর্তুগিজ তারকা। মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে তিনি গুয়াতেমালার কিংবদন্তি ফুটবলার কার্লোস রুইজের ৩৯ গোলের রেকর্ড ভেঙে দেন।

ম্যাচের ২২ মিনিটে নেলসন সেমেদোর ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি রুইজের রেকর্ড স্পর্শ করেন। এরপর বিরতির ঠিক আগে নুনো মেন্ডেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে রেকর্ডটি একাই নিজের করে নেন। বাছাইপর্বে এটি ছিল তার ৪০তম ও ৪১তম গোল। কার্লোস রুইজ ১৯৯৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে এই রেকর্ড ধরে রেখেছিলেন।
রোনালদোর রেকর্ডের রাতে অবশ্য পর্তুগাল জয়ের দেখা পায়নি। রবার্তো মার্টিনেসের দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে পর্তুগালের বিশ্বকাপ মূল পর্বে খেলা নিশ্চিত করার অপেক্ষা আরও বাড়ল। বাছাইপর্বে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা টিকিট কাটার দ্বারপ্রান্তে থাকলেও, এই ম্যাচ জিতলেই যোগ্যতা অর্জন করতে পারত।
চলতি বছর ৪০-এ পা দেওয়া রোনালদো এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে তিনি আগে থেকেই সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। এবার তার লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করে আরেকটি মাইলফলক স্পর্শ করা।