এনবিআরের স্থায়ী আদেশ জারি
NTV News 27 April 2023
বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহণের বাণিজ্যিক অনুমতি পেয়েছে ভারত। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) এই বিষয়ে স্থায়ী ট্রানজিট আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ আদেশ জারির ফলে ভারত এখন থেকে এই বন্দর দুটো ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহণ করতে পারবে।
২০১৯ সালে একটি আদর্শ কার্যপ্রণালী তৈরি হলে পরের বছর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দর দিয়ে আখাউড়া হয়ে একটি ভারতীয় পণ্যের চালান আগরতলা যায়। গত বছর মোংলা বন্দর দিয়ে আরও দুটি রুটে পরীক্ষামূলক ট্রানজিট নেয় দেশটি।
এতদিন পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহণে অনেক সময় লাগত ভারতের। বাংলাদেশের ভেতর দিয়ে পরিবহন করলে ভারতের সময় ও খরচ দুটোই কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।