চট্টগ্রাম
চট্টগ্রামে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় করা মামলায় দলের আট কর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
এই কর্মীরা হলেন রাকিব হোসেন, মো. আরিফ, আবু উবাইদা, মো. ফোরকান, মো. শাকিব, মো. পারভেজ, সিরাজুল ইসলাম ও কাজী ইসমাইল।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, মামলার ১০ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আট আসামির এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বয়স্ক হওয়ায় বাকি দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগর বিএনপির নেতা-কর্মীরা গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনের জন্য জড়ো হন। এ সময় পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে চার পুলিশ সদস্য আহত হন। বিএনপির দাবি, তাদের ৩৫ নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ৪৯ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, এম এ আজিজ, নাজিবুর রহমান, সাইফুল আলম, কাজী বেলাল, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে।