‘গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবেন না’

মানবজমিন ডিজিটাল

(৪৬ মিনিট আগে) ১৬ মার্চ ২০২৫, রবিবার, ৩:০০ অপরাহ্ন

mzamin

facebook sharing button
whatsapp sharing button

আমেরিকায়  গ্রিন কার্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অভিবাসন বিতর্কে ইন্ধন জুগিয়ে ভ্যান্স গ্রিন কার্ডধারীদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘গ্রিন কার্ড থাকলেই আমেরিকায় স্থায়ীভাবে অনির্দিষ্টকালের জন্য বসবাস করা যাবে না। এটি  জাতীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমেরিকান জনসাধারণ হিসেবে আমরা সিদ্ধান্ত নেব কাকে আমাদের জাতীয় সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত করবো।’

গ্রিন কার্ড বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অধিকার দেয়, তবে ভ্যান্স জোর দেন যে, এটি  আজীবন বসবাসের গ্যারান্টি দেয় না। ভ্যান্স যুক্তি দেন যে, ‘প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি সিদ্ধান্ত নেন কাউকে আর থাকতে দেয়া যাবে না।  তার মানে তাদের আমেরিকায়  থাকার কোনও আইনি অধিকার নেই।’

ট্রাম্প প্রশাসন অভিবাসন রোধে ক্র্যাকডাউন শুরু করার মধ্যেই ভ্যান্সের এই মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে। সম্প্রতি ফিলিস্তিনপন্থী কর্মী এবং স্থায়ী বাসিন্দা মাহমুদ খলিলকে আটক করা হয়েছে। এদিকে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন অভিবাসন প্রস্তাব সামনে এনেছেন ‘গোল্ড কার্ড’ প্রোগ্রাম।  যা বিদেশি নাগরিকদের ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজ করার অধিকারের  সুযোগ করে দেবে।

ট্রাম্প সম্প্রতি ওভাল অফিস থেকে বলেছেন, ‘আমরা একটি গোল্ড  কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনাদের গ্রিন কার্ড আছে। এটি একটি গোল্ড কার্ড। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্ব সংগ্রহের পথ প্রশস্ত করবে।’

এই উদ্যোগের লক্ষ্য হলো আন্তর্জাতিক স্তরে প্রতিভাকে আকর্ষণ করা, বিশেষ করে ভারত এবং চীনের মতো দেশ থেকে। ট্রাম্প যুক্তি দেন যে, বর্তমান অভিবাসন ব্যবস্থায় ভিসার অনিশ্চয়তার কারণে মার্কিন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ দক্ষতাসম্পন্ন স্নাতকরা ইচ্ছে থাকলেও দেশে থাকতে পারেন না। গোল্ড কার্ড প্রোগ্রামের অধীনে ব্যক্তি এবং কোম্পানি উভয়েই এই কার্ড কিনতে পারবেন, সম্ভাব্যভাবে বিলিয়ন বিলিয়ন রাজস্ব তৈরি করবে এবং জাতীয় ঋণ পরিশোধে সহায়তা করবে।

সূত্র :  ইন্ডিয়ান এক্সপ্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here