গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন

logo

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

(৪৯ মিনিট আগে) ১৬ জুলাই ২০২৫, বুধবার, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন

mzamin

facebook sharing button

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদরের উলপুর ইউনিয়নের খটিয়াগড় গ্ৰামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। তিনি মানবজমিনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের জমায়েত হওয়ার কথা জানতে পেরে খাটিয়াগড় গ্ৰামে টহলে যায়। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা।

এদিকে এর আগে গতকাল রাতে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে জেলার কয়েকটি স্থানে মশাল মিছিল হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে দলটি।

এর আগে এ বিষয়ে গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ‘১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here