
ক্লাব ফুটবলে মৌসুমের চূড়ান্ত সময়ের খেলা চলছে। এক মাসের মধ্যেই শিরোপার নিষ্পত্তি হতে চলেছে প্রায় সব প্রতিযোগিতার। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সামনেও কোপা দেল রের চ্যাম্পিয়ন হওয়ার পর এখন শিরোপার ট্রেবল জেতার সুযোগ হাতছানি দিচ্ছে। হ্যান্সি ফ্লিকের দলটি লা লিগায় শীর্ষে আছে ৪ পয়েন্টে এগিয়ে থেকে। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আগে আরেকটি ম্যাচ বাকি বার্সার, তার আগেই কাতালানরা দুঃসংবাদ পেল।
গত বুধবার রাতে ইউসিএল সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছিল বার্সা। ফলে এই সেমিফাইনালের বাকি রোমাঞ্চ তোলা রইল সান সিরোর সেকেন্ড লেগের জন্য। যেখানে জয়ী দলই উঠবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী মঞ্চে। দারুণ ফর্মে ছিলেন বার্সার ফরাসি তারকা জুলস কুন্দে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটে তিনি কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্যমতে, হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে কুন্দেকে। সে হিসেবে আগামী মঙ্গলবার ইন্টারের বিপক্ষে ইউসিএলের দ্বিতীয় লেগ এবং ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি ক্লাসিকোয় নিশ্চিতভাবেই তিনি খেলতে পারবেন না। কুন্দেকে পাওয়া যেতে লা লিগার শেষ দুই রাউন্ড এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে।
এই সময়ে দলের সঙ্গে থাকতে না পারায় কুন্দে নিজেও হতাশা প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘মৌসুমের এই সময়ে ইনজুরিতে পড়া খুবই হতাশাজনক। যখন সব সুযোগের সামনে দাঁড়িয়ে…কিন্তু কখনও কখনও নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রণে রাখতে হয়। যাই ঘটুক এই দল মাঠে তার সর্বোচ্চটা দিয়ে নিজেদের কাজ সম্পন্ন করবে বলে বিশ্বাস আছে। আমাকে সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, এটি অনেক বড় কিছু।’
এর আগে ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগের ৪২তম মিনিটে মাঠ ছাড়েন কুন্দে। তখনই তাকে হারিয়ে ফেলার শঙ্কায় ছিল কাতালানরা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হওয়ার কথা জানানো হয় বিবৃতিতে। বার্সেলোনা কর্তৃপক্ষ বলছে, পরীক্ষায় ২৬ বছর বয়সী কুন্দের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। গুরুত্বপূর্ণ সময়ে দলের নির্ভরযোগ্য এই ডিফেন্ডারকে না পাওয়া ফ্লিকের জন্য বড় ক্ষতি।
কেবল রক্ষণেই ফরাসি তারকা কুন্দে নিজের সামর্থ্য দেখান না, পাশাপাশি গোল করা এবং করানোয়ও তার দক্ষতা বেশ পরিচিত। কোপা দেল রের ফাইনালেও রিয়ালকে ৩-২ গোলে হারানোর পথে সর্বশেষ স্কোরটি আসে তার কাছ থেকে। এই মৌসুমে এখন পর্যন্ত কুন্দে চারটি গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার ৫৪ ম্যাচের ৫৩টিতেই খেলেছেন তিনি। বোঝাই যাচ্ছে, হান্সি ফ্লিকের পরিকল্পনা ও দলীয় সাফল্যের পথে তিনি কতটা গুরুত্বপূর্ণ।