
গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী মসিউর রহমান রাঙ্গাসহ ৮৫ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় হাসিনাসহ প্রথম ১৯ জনকে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাসহ আরও ৫০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত রাজমিস্ত্রি মো. মঞ্জু মিয়া (৪৩) র বাবা মো. ইনছার আলী (৬৮) বাদি হয়ে মামলাটি করেন।
নিহত মঞ্জু গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী এলাকায় জয়বাংলা রোডে স্ত্রীসহ বাবার সঙ্গে মোয়াজ্জেম সরকারের বাড়িতে ভাড়া থাকতেন। তারা রংপুর জেলার পীরগাছা থানার জুয়ান এলাকার বাসিন্দা।
মামলার বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ওসি মোহাম্মদ জিয়াউল জানান, মামলাটি গত ২৪শে আগস্ট দিবাগত রাতে রুজু করা হয়েছে। মামলায় বেআইনীভাবে জনতার উপর গুলি করে খুন করা ও হুকুম দেয়ার অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০শে জুলাই দুপুরে নিহত মঞ্জু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছা থানাধীন বড়বাড়ী বাজারের সামনের রাস্তায় সমাবেশে অংশগ্রহণ করে। সেখানে আসামিরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর হামলা করে। এতে মঞ্জুসহ ২৫-৩০ জন আন্দোলনকারীকে রক্তাক্ত জখম করে। পরে মঞ্জুকে তাজউদ্দীন আহমদ মেডিকেলে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করে।
manabzamin








