নিজস্ব প্রতিবেদক
গণতন্ত্রকে সরকার চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে লাকসাম পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদানের ন্যক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, লাকসামে বিএনপি নেতা ও দৈনিক দিনকালের সাংবাদিক মনির আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও তাকে হত্যার হুমকি প্রদান নিঃসন্দেহে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করতেই আওয়ামী ক্যাডাররা তার ওপর হামলা করেন। মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকির মাধ্যমে প্রমাণিত হলো-গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার।
মির্জা ফখরুল বিবৃতিতে গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনায় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।
Neither AL nor BNP wants democracy, human rights, and social justice to flourish on their terms unless forced to leave. they have no knowledge of the Athenian democratic state and the leaders are not literate to understand the running of a state with a sincere feeling for citizens, holding unto power is their ego and tool to the autocratic rule through a Nazi model of the party. People need to storm their sit of power and crash the party dictatorship in southeast comprising of Pakistan, India, Bangladesh, Srilanka, and Afganistan and extend it up to Burma, Rulers, seek power, wealth in continuation. Destroy this urchin, if you want to have a test of western democracy and rule. citizens have to behave like a polar bear and not the east Asian flock of sheep